ঘুর্ণিঝড় আম্ফানের কারণে সিরাজগঞ্জে প্রাণহানিসহ ধান ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। আম্ফানের প্রভাবে বুধবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জেলায় প্রবল বৃষ্টিপাতসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। ঝড়ের মধ্যে গাছের ঢাল ভেঙ্গে দেলসাত আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণের কারণে নি¤œাঞ্চলের ধানক্ষেত তলিয়ে যায়। প্রবল ঝড়ের কারণে কাঁচাপাকা ধানগুলো ক্ষেতে নুয়ে পড়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকেরা বলছেন।
গজারিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম জানান, রাত ১১টার দিকে কাজিপুর সদর ইউপির প্রজারপাড়া গ্রামের রাজমিস্ত্রী দেলসাত আলী গজারিয়া পশ্চিমপাড়া থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের গজারিয়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে একটি গাছের ডাল তার উপর ভেঙ্গে পড়ে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকসাবাড়ী এলাকার কৃষক আজহার আলী জানান, দুই বিঘা জমির ধান তলিয়ে গেছে। ধানগুলো আধা কাঁচা-পাকা। এখন ধান কাটলে অর্ধেক হবে। আবার না কাটলে পাকাগুলো ট্যাগ জ্বালিয়ে যাবে। একই এলাকার কৃষক হাতেম আলী জানান, পাকাধানগুলো ঝড়ে মাটির সাথে মিশে গেছে। কাটলে অর্ধেক ধান পাওয়া যাবে। এতে চরম ক্ষতি হবে।
খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ জানান, একদিকে করোনায় মানুষ কর্মহীন অন্যদিকে ঝড়ের কারণে ধানক্ষেত তলিয়ে ধান নষ্ট হওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তিনি ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সরকারি সহায়তার দাবি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন