বগুড়ার গাবতলী উপজেলায়, শাজাহানপুর উপজেলায় ও বগুড়া সদরের কলোনী এলাকায় করোনায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু। বুধবার ও বৃহস্পতিবার তিনি বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে কর্মহীনদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ৩ শতাধিক মানুষের মাঝে এই সামগ্রী বিতরণ করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে করোনার শুরু থেকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। করোনায় কাজ করতে না পারা মানুষের মাঝে এবার তিনি ঈদ সামগ্রী বিতরণ করছেন।
বিডি প্রতিদিন/আল আমীন