মাগুরায় বুধবার রাতের ঝড় ও ভারি বৃষ্টিপাতে ৮ হাজার ৫৭১ হেক্টর জমির পাট, কলা, পেঁপে, আম, লিচু, ডাল, মরিচ ও সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এছাড়া অনেক এলাকায় গাছ উপড়ে পড়েছে। রাত ৮টার দিকে ঝড়ের শুরু থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত ১৫ ঘন্টা জেলায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিলো। এ সময় মাগুরা ৪ উপজেলায় গড়ে ২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল আমিন জানান, ঝড় ও বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত মোট ৮ হাজার ৫৭১ হেক্টর জমির ফসলের মধ্যে পেঁপে ও কলার ক্ষেত সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝরে গেছে বিপুল সংখ্যক গাছের আম ও লিচুর। ক্ষতি নিরুপণের কাজ চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন