কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পরশুরামেরকুটি গ্রামে শোবার ঘর থেকে বৃহস্পতিবার সকালে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ওই যুবকের স্ত্রী, বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। বিকেলে নিহত যুবকের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত যুবকের নাম জাহাঙ্গীর এবং সে বলদিয়া ইউনিয়নের পরশুরামেরকুটি গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাতে খাওয়া-দাওয়া সেরে জাহাঙ্গীর তার স্ত্রী শাপলা খাতুনসহ নিজ ঘরে ঘুমোতে যায়। গভীর রাতে স্বামীর গোঙানোর শব্দে স্ত্রী শাপলা চিৎকার করে তার শ্বশুর ও শাশুড়িকে ডাকে। এসময় তাদের উভয়ের ঘরের বাইরে দরজা বন্ধ থাকায় বিকল্প পথে তারা এসে দরজা ভেঙ্গে ঢুকে জাহাঙ্গীরের লাশ বিছানায় দেখতে পায়। বৃহস্পতিবার সকালে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এসময় তার স্ত্রী শাপলা খাতুনসহ তার বাবা মাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার