মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। করোনা প্রাদুর্ভাব নিয়ত্রণে মঙ্গল ও বুধবারও ফেরি চলাচল বন্ধ ছিল। তবে জরুরি সেবার অন্তর্ভুক্ত যানবাহন পারাপারের জন্য দুই একটি ফেরি চলাচল করলে শতশত লোক পার হওয়ার জন্য ফেরিতে উঠে পরে। বৈরি আবহাওয়ার জন্য আজ সারাদিন ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা আরিচা মহাসড়কে পুলিশের কঠোর অবস্থানের কারণে লোকজন বিকল্প পথে পাটুরিয়া ঘাটে পৌঁছান। সকল ধরনের নৌযান বন্ধ থাকার কারণে পাটুরিয়া ও আরিচা ঘাটে জড়ো হওয়া লোকজন সুযোগ বুঝে নৌকায় পার হচ্ছেন।
বিআই ডব্লিউটিসির ভারপ্রাপ্ত মহাপরিচালন জিল্লুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া ঘাট থেকে আজ কোনো ফেরি চলাচল করেনি। তবে ঘাট এলাকার বাহির থেকে ইঞ্জিন চালিত নৌকায় কিছু লোকজন পারাপার হচ্ছে। নৌকাগুলি চলাচল বন্ধ করা গেলে এ নৌরুটে কোন লোক জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে পারবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার