করোনার সংক্রমণ ঠেকাতে ঈদের আগে রাঙামাটিতে প্রবেশ পথে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। একই সাথে বন্ধ ঘোষণা করা হয়েছে মার্কেট ও দোকান পাঠ। সংক্রমণ রোধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ এরই মধ্যে রাঙামাটিতে করোনা আক্রান্ত হয়েছে ২৪ জন।
ঈদকে কেন্দ্র করে জেলার আশপাশের অঞ্চল থেকে যাতে করোনার সংক্রমণ নিয়ে মানুষ রাঙামাটি প্রবেশ করতে না পারে তার নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত বলে জানালেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
তিনি বলেন, সামনে ঈদ। তাই দেশের বিভিন্ন জেলার মানুষগুলো ঘরমুখি। পরিবার পরিজনদের সাথে ঈদ করতে অনেকে ছুটছে বাড়িতে। সাথে নিয়ে যাচ্ছে করোনার সংক্রমন। দেশে এখন করোনা ভয়াবহভাবে অবস্থান করছে। মানুষ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে এ মরণঘাতি সংক্রমণ। তাই মানুষের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সাথে ঈদ বাজারগুলোও বন্ধ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
অন্যদিকে সম্প্রতি ঈদকে সামনে রেখে খোলা হয় রাঙামাটির শপিংমল ও মার্কেটগুলো। এরই মধ্যে শুরু হয় জমজমাট বেচা-বিক্রি। কিন্তু রাঙামাটিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আবারও মার্কেটগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, রাঙামাটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৬ মে। এরপর থেকে বেড়েই চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই ঈদযাত্রায় পাহাড়ের মানুষকে নিরাপদ রাখতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম