পিরোজপুরে সুপার সাইক্লোন আম্ফানে মৃতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও তার পক্ষে অন্যান্য কর্মকর্তারা এ সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
জানা যায়, পিরোজপুর জেলায় আম্ফানে মোট ৩ জন মারা যায়। এর মধ্যে ২ জন ঝড়ের সময় আতংকে এবং অপর জন দেয়াল চাপায় মারা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ে দেয়াল চাপায় মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা এবং ঝড়ের সময় আতংকে মৃত ২ ব্যক্তির পরিবারকে ১০ হাজার করে নগদ অর্থ প্রদান করেছে। এছাড়া প্রত্যেক পরিবারকে চাল, তেল, চিনি, লবণ,ডাল, চিড়া সহ অন্যান্য খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। জেলায় ক্ষতিগ্রস্থ ২০ হাজার পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এছাড়া আরো ২০০ পরিবারের প্রত্যেককে ২ বান্ডিল করে টিন এবং ৬০০০ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব সামগ্রী প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার