২১ মে, ২০২০ ২১:১৯

বরগুনায় আম্ফানের প্রভাবে ৪৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় আম্ফানের প্রভাবে ৪৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

বরগুনায় স্লাইক্লোন আম্ফানের প্রভাবে কোন ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও কৃষি-বেড়িবাঁধ, মৎস্য ও প্রাণি সম্পদের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিদের নিয়ে সভা শেষে সংবাদ সন্মেলনে সম্ভাব্য এ ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনের শুরুতে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে জেলা প্রশাসক বলেন, আমরা আম্ফানের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং জনগণ প্রশাসনের আহ্বানে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কারণে আল্লাহর রহমতে বড় কোন সমস্যা হয়নি। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলায় প্রায় সাড়ে ১৪ কি.মিটার বেড়িবাধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। কৃষির ক্ষতির পরিমান প্রায় ১২ কোটি টাকার, প্রাণী সম্পদ, মৎস্য ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া বনজ সম্পদ, বিদ্যুৎ, আভ্যন্তরিন  সড়ক যোগাযোগ, কাচা ঘরবাড়িসহ ১৫কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে আম্ফানের প্রভাবে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর