৫ জুলাই, ২০২০ ১২:০৬

দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরী পাঠাবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরী পাঠাবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নেওয়ার জন্য দুটি বিমানবাহী রণতরী পাঠাবে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে। ওই দুটি বিমানবাহী রণতরীর সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ আগামী দিনগুলোতে পাঠানো হবে বলে খবরে বলা হয়েছে। 

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করে সেখানে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করেছে চীন। সম্প্রতি সামরিক মহড়া করেছে চীনের লালফৌজ। এবার পাল্টা মহড়ার জন্য জোড়া বিমানবাহী রণতরী পাঠাচ্ছে আমেরিকা।

এই মহড়া প্রসঙ্গে অভিযানকারী দলের নেতা রিয়ার অ্যাডমিরাল জর্জ এম উইকঅফ জানান, এই অভিযানের মাধ্যমে আমরা আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে আমরা দায়বদ্ধ। আমরা আমাদের বন্ধু ও সহযোগীদের এই বার্তা দিতে চাই।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর