বরগুনার পাথরঘাটার হরিনঘাটা বনে বুধবার রাতে অভিযান চালিয়ে জলদস্যু রিপন বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার সকালে পাথরঘাটা কোস্টগার্ড এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।
আটক দুই জলদস্যু হলো, রাজু (২৫) ও রিয়াজ। আটককৃতদের বাড়ি পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের গুটাবাছা গ্রামে বলে জানা যায়।
প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড স্টেশন কমান্ডার মেহেদি হাসান জানান, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পারেন হরিনঘাটা বনে একদল জলদস্যু মাছ ধরার ট্রলারে রাতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সন্ধার পরে কোস্টগার্ড অভিযান শুরু করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে যাবার চেষ্টা করলে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে এগিয়ে যায়। এক পর্যায়ে জলদস্যু সর্দার রিপন বাহিনীর সদস্য রাজু ও রিয়াজকে ৪টি বন্দুক, ৬ রাউন্ড গুলি এরং দেশীয় অস্ত্র উদ্বার করেন।
আজ পাথরঘাটা থানায় কোস্টগার্ড বাদী হয়ে আটককৃতদের বিরুদ্বে মামলা দায়ের করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন