বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচি পালন করেছে কৃষক লীগ।
জেলা কৃষক লীগের আয়োজনে আজ মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমী চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র।
পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় কৃষক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
আলোচনা সভা শেষে এতিম শিশুদের মাঝে ফল বিতরণ, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা