বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক দরিদ্র কৃষকের ক্ষেতের মরিচ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের ঘাষিড়া ডোগলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যক্তির নাম আবদুল জব্বার। তিনি ডোগলাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
জানা যায়, করোনাকালে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। তাই স্বাবলম্বী হওয়ার আশায় এনজিও থেকে লোন নিয়ে মরিচ চাষ করেছিলেন আবদুল জব্বার। মরিচের ফলনও ছিল ভালো। কিন্তু দুর্বৃত্তদের কারণে হত দরিদ্র কৃষকের সেই স্বপ্ন ভেঙে গেছে।
আবদুল জব্বার জানান, কাঁচা মরিচের দাম বেশি হওয়ায় এনজিও থেকে লোন নিয়ে জীবন গড়ার স্বপ্ন দেখেন তিনি। সোয়া এক বিঘা জমিতে মরিচ চাষ করেন।
ফলনও ভালো হয়। কিন্তু গ্রামের কয়েকজন দুর্বৃত্ত প্রতিহিংসা করে রাতের আঁধারে তার মরিচের গাছগুলো কেটে নষ্ট করেছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই