ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬৩টি আসনযুক্ত টিকেটসহ মো. বিল্লাল মিয়া (৪৫) ও মো. ইয়াছিন (২২) নামে দুই টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গতকাল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলের লিলু মিয়ার ছেলে এবং ইয়াছিন একই এলাকার জমসেদ মিয়ার ছেলে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
পরে তাদের শরীর তল্লাশি করে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৬৩টি আসনযুক্ত টিকিট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর