মানবসৃষ্ট নানা কারণে দিনদিন বিনষ্ট হচ্ছে আমাদের পরিবেশ-প্রতিবেশ। ব্যাপক হারে কার্বন নিঃসরণের ফলে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে বৈশ্বিক তাপমাত্রা। বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাবে অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে খোদ মানবসভ্যতাই।
এই অবস্থায় জলবায়ু সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হল ‘জলবায়ু সঙ্কট: অস্তিত্ব রক্ষায় করণীয়’ শীর্ষক সেমিনার। মঙ্গলবার রাতে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সেমিনারে মুখ্য আলোচক ছিলেন জলবায়ু সচেতনতা আন্দোলনের কর্মী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী জাহাঙ্গীর খন্দকার।
সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু সঙ্কট মোকাবিলায় বিশ্ব নেতৃত্ব উদাসীন রয়েছেন। কেউ কেউ আবার নেতিবাচক মনোভাবও পোষণ করছেন। এ অবস্থায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হলেই কেবল বিশ্বব্যাপী আন্দোলন গড়ে উঠতে পারে।
বিডি প্রতিদিন/আবু জাফর