নাটোরের নলডাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ শাহীন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঠাকুরলক্ষীকুল গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহীন আলী (২৪) ঠাকুরলক্ষীকুল গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।
সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের অপরেশন দল কোম্পানি কমান্ডার মাসুদ রানা জানান, গোপন সংবাদে মঙ্গলবার রাতে উপজেলার ঠাকুরলক্ষীকুল গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী শাহীন আলীর বাড়িতে তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। এর সাথে জরিত মাদক ব্যবসায়ী শাহীন আলীকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বুধবার সকালে নলডাঙ্গা থানা পুলিশ শাহীন আলীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন