বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এক সময়ের তলাবিহীন বাংলাদেশ আজ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। তার উন্নয়ন কর্মকাণ্ড আজ উন্নত বিশ্বে অনুকরণীয় হয়ে উঠেছে। অথচ দেশের স্বাধীনতাবিরোধী একটি মহল শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতে বারবার ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রীকে কটূক্তি এবং দেশব্যাপী নারী ধর্ষণের প্রতিবাদে বুধবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান।
এ সময় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের উদ্দেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বিশ্বের রোল মডেল। শক্তিশালী, ন্যায় পরায়ণ ও দুর্নীতিমুক্ত নেতা হিসেবে তিনি বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই স্বেচ্ছাসেবক লীগসহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেববক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আল রাজি জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ্ আল ফারুক।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হোসেন শরীফ মনির, ওহাবুজ্জামান নাইম, হাসান নাজমুল, আমিনুল ইসলাম সোহাগ, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন মেম্বর ও আব্দুস সাত্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই