বগুড়ায় বিএনপির নেতাদের কোন্দলের জের ধরে এবার প্রাণনাশের হুমকি পেলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী আমিরুল ইসলাম।
রাজনৈতিক বিরোধের জের ধরে সুদের টাকা আদায়ের নামে আমিরুলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় একটি জিডি করেছেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল।
জিডিতে বলা হয়, তিনি প্রয়োজনবশত ২০১৮ সালে জানুয়ারি মাসে উত্তর চেলোপাড়ার আল আমিনের ছেলে ও দাদন ব্যবসায়ী রবিউল হাসান দারুনের কাছ থেকে ৫০ হাজার টাকা দাদন গ্রহণ করেন। পরবর্তী সময়ে ৪ মাসের মধ্যে এসব টাকা সুদে-আসলে পরিশোধ করেন।
তবে সম্প্রতি বগুড়া জেলা বিএনপির রাজনীতিতে অভ্যন্তরীণ বিরোধ তৈরি হলে জেলা যুবদলের জাহাঙ্গীর আলম নামের এক নেতা তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেন। এরপর গত ১ নভেম্বর ছাত্রদলের নাম পরিচয়ে দাদন ব্যবসায়ী রবিউল হাসান দারুন ও তার ভাই আদনান পরিশোধিত সুদের টাকার ব্যাপারে মোবাইল ফোনে আবারো প্রাণনাশের হুমকি প্রদান করেন।
বগুড়া সদর থানায় মঙ্গলবার জিডি দায়েরের পর বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই