বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৯ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছ বাগেরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মিন্টু আকন (৪২)। তিনি পাশের শরণখোলা উপজেলার জানেরপাড় গ্রামের জলিল আকনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হাওলাদার বলেন, মাদক কেনাবেচা চলছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মিন্টুর শরীর তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই