পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ নেতা জুয়েল প্যাদার বাম হাতের কব্জি কর্তনের ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে বরগুনা জেলার আমতলী উপজেলার পূজা খোলা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বশির চৌকিদার ও সোহেল হাওলাদার। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরেই জুয়েলের উপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বশির ও সোহেলকে আটক করা হয়েছে। সকলের বাড়ি কলাপাড়ার পূর্ব টিয়াখালী এলাকায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ