গাজীপুরের শ্রীপুরে ১৯৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক খোকন শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া (২ নম্বর সিএন্ডবি বাজার) গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
তিনি জানান, মাদক ব্যবসায়ী খোকন ২ নম্বর সিএন্ডবি বাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা তাকে ডাক দেয়। পরে সে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে দেহ তল্লাশি করে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও জানান, রাতেই ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, পৌর কমিউনিটি পুলিশের সহ-সভাপতি আমির হামজা, মাদক নির্মূল কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, মাদক ব্যবসায়ী খোকন মিয়াকে মাদকদ্রব্য আইনে মামাল গ্রহণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই