বরগুনায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক জেনারেল হাসপাতাল ডা. সোহরাব হোসেন খান।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ। স্বেচ্ছাসেবী সংগঠন, ধ্রুবতারা ফাউন্ডেশন, উৎসর্গ ব্লাড ব্যাংক, ডক্টরস ক্লিনিক, আল-রাজী ক্লিনিক, যুব রেড ক্রিসেন্ট, সুনম দেবনাথ ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল ১০টায় র্যালি বের হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশ্রাফুল ইসলাম, ডা. আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল, সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু, সিনিয়র প্যাথোলজিস্ট সুবাস দত্ত, রাসেল রানা, আতিকুর রহমান সাবু, সজীব হোসেন প্রমুখ। আলোচনা সভায় বরগুনায় স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রশংসা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই