পঞ্চগড়ের তালমা নদীসহ অন্যান্য নদী দখলের বিরুদ্ধে এবং দখলকারীদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পঞ্চগড় জেলা শাখা, দারিদ্র কল্যাণ সংস্থা, গ্রীণ ভয়েজ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন কারিগর এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট গল্পকার ও গবেষক শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আব্দুস সাত্তার, দারীদ্র কল্যান সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহাজালাল, কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার, পঞ্চগড় উদীচী শিল্পগোষ্ঠির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কবি আবু তাহের, দিশারী নাট্য গোষ্ঠির সভাপতি রফিকুল ইসলাম, নাট্যদল ভূমিজের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ । মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পঞ্চগড় জেলা শাখা সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের।
এসময় বক্তারা বলেন, তালমা নদী ভরাট করে হত্যা করা হয়েছে। অচিরেই নদীটিকে পুনুরুদ্ধার করার দাবি জানান তারা। এছাড়া পঞ্চগড়ের অন্যান্য নদীগুলো প্রভাবশালীরা দখল করে আছে। তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল