ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কুশপুত্তলিকাতে আগুন দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন এক ব্যক্তি। অগ্নিদগ্ধ হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পাটিয়াডাঙ্গী বাজারে সাদেকুল ইসলাম (৩৫)। ঘটনাটি ঘটে বুধবার ( ৪ নভেম্বর) বিকালে পাটিয়াডাঙ্গী বাজারে। সাদেকুল ইসলাম রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের মোঃ দানেশ আলীর ছেলে।
ফ্রান্সে মহানবী (সা:)-কে অবমাননার প্রতিবাদে রাজাগাঁও ইউনিয়ন রাজাগাঁও ইউনিয়নের তৌহিদী জনতার আয়োজনে পাটিয়াডাঙ্গী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কুশপুত্তলিকাতে জুতার মালা পড়িয়ে আগুন দিয়ে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয় সাদেকুল ইসলাম। পরে স্থানীয়রা সাদেকুল ইসলামকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ