পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল সালাম সিকদারকে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। বৃহস্পতিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ারের আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মোসা. শাহানারা বেগম গত বছরের ৮ এপ্রিল চেয়ারম্যান আবদুল সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকা মানহানির অভিযোগসহ ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেন। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. গোফরান বিশ্বাস পলাশ এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক।
বিডি প্রতিদিন/আল আমীন