মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীর জয়নগর বাজারে মুসলিম সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন মহেশপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান খান কামাল, জয়নগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফারুকুজ্জামান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা জাফর মৃধা, সাংবাদিক রেজাউল করিম, তরুণ আলেম জুনায়েদ বিন জামান, জায়েদ বিন জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন