সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে মক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বরিশালে প্রতিবাদী অবস্থান ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা পরিষদের সহসভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে ১ ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধাধরন সম্পাদক পুস্প চক্রবর্তী, প্রতিমা সরকার, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল এবং অ্যাডভোবেকট সাহিদা বেগমসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা সহিংসতামুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে মক্তিযুদ্ধের চেতনা পরিপূর্ন বাস্তবায়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
অবস্থান ধর্মঘট পালন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন মহিলা পরিষদ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার