ভয়াল ১২ নভেম্বর স্মরণে ভোলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবের আয়োজনে ১২ নভেম্বরের স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।
বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মোশারেফ হোসেন।
প্রেসক্লাব সম্পাদক অমিতাভ ফুর সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, প্রবীণ সাংবাদিক বিটিভির প্রতিনিধি এমএ তাহের, আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মাহাবুবুল আলম নীরব মোল্লা। এসময় একই পরিবারের ৫২ জন স্বজনহারানো কলেজ শিক্ষক বাসেদ হোসেন ও পিতৃহারা ব্যাংক কর্মকর্তা ভবনঞ্জন মজুমদার ১৯৭০ সালের এই দিনে কী ঘটেছিল তার স্মৃতিচারণ করেন।
এসময় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ই নভেম্বর উপকূলে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্করতম প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড়ের আঘাতে প্রায় ৫ লাখ লোক প্রাণ হারায়। উপকূলের মানুষের অধিকার, ন্যায্যতার দাবিতে ‘উপকূল দিবস’ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়াও উপকূল ফাউন্ডেশন এর আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ স্বীকৃতি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অন্যদিকে চরফ্যাসন, মনপুরা, তজুমদ্দিনসহ বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন