সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকে আবদুল্লাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত তাহির হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাহতাবপুর মাছবাজার সংলগ্ন ইছমত আলীর বাড়ির সামনে থেকে গাঁজা
বিক্রি করার সময়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা
গোয়েন্দা পুলিশ সূত্র।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই সৈয়দ ইমরোজ তারেক ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, লামাকাজী বাজার এলাকায় মাদক উদ্ধার ও চোরাচালান অভিযান পরিচালনার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ব্যবসায়ী আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় নিয়মিত মামলা দেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর