নেত্রকোনার দুর্গাপুরে গাড়ির ধাক্কায় আব্দুল মজিদ (৬৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত এই বৃদ্ধা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত মীর হোসেনের পুত্র।
বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলীতে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কের নয়াপাড়া নামক স্থানে সড়কের সামনে টং দোকানে চা বিক্রয় করতেন মজিদ মিয়া। বেশি রাত পর্যন্ত দোকানদারি করায় দোকানেই ঘুমান তিনি। সকালে ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার পথে বেপরোয়া গতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।
এর অনেক পর আরেক সিএনজি চালক রাস্তার পাশেই তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানা তদন্ত ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক চালক ও গাড়ি শনাক্তে অভিযান চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন