কিশোরগঞ্জে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ আনারুল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামের মৃত ইসমাইল চৌধুরীর ছেলে।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ-পরিচালক লে. কমান্ডার বিএন এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকাল ৩টার দিকে চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে আনারুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চারশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব সূত্র জানায়। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার