বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আরাফাত রহমান কোকো হত্যার বিচার করা হবে। কোকো কে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তাদের বিচার জনতার আদালতে করা হবে। মইনুদ্দিন ফখরুদ্দীনরা বিদেশে যেখানেই থাকুন না কেন তাদের ছাড় দেওয়া হবে না, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখিন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন রাজশাহী বিভাগীয় সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল করার জন্য তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন