নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবুল হোসেন জমিদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১১টায় ধর্মপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অজ্ঞাত মুখোশধারী ১০/১৫ জনের একটি গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাংলা বাজার থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন জমিদার হামলার শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা