যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরেই শহরের শহীদ মিনারের পাদদেশে র্যালী যোগে জড়ো হতে শুরু করে নানা সংগঠন।
একুশে ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে প্রথমে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির