৪ মার্চ, ২০২১ ১৭:৫৩

ফুলপুরে মুক্তিযোদ্ধার সন্তানসহ ৫ পরিবার অবরুদ্ধের ঘটনায় মানববন্ধন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে মুক্তিযোদ্ধার সন্তানসহ ৫ পরিবার অবরুদ্ধের ঘটনায় মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে পাঁচদিন ধরে এক মুক্তিযোদ্ধার সন্তানসহ ৫ পরিবারের ২২ জন লোক অবরুদ্ধের ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলপুর উপজেলা পরিষদ গেট সংলগ্ন ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ সংলগ্ন দেয়ালের বাইরে মুক্তিযোদ্ধার সন্তান ইফফাত আরা সাথীসহ ৫ পরিবারের ২২ জন লোক গত ৫ দিন ধরে রাস্তার অভাবে গৃহবন্দি অবস্থায় আছেন। তারা জমির বিনিময়ে আশেপাশের বাসাওয়ালাদের নিকট থেকে একটু চলার পথ দাবি করলেও তাদের পথ দেওয়া হয়নি।

পরে হাসপাতালের ভাঙা দেয়ালের উপর দিয়ে তারা চলাচল করতেন। সম্প্রতি হাসপাতালের নিরাপত্তার স্বার্থে ভাঙা দেয়াল মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন পরিবারগুলো। গত ৫ দিন ধরে তাদের ঘর থেকে বের হওয়ার পথের ব্যবস্থা না হওয়ায় আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ফুলপুর শাখার সভাপতি আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম তপন, উপজেলা যুবলীগ নেতা মাসুদ রানা, শাহ জালাল বিপুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আন নোমান, মানবাধিকারকর্মী তাজুল ইসলাম ও জামাল উদ্দিন প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর