৬ মার্চ, ২০২১ ২৩:০৫

তাহেরীর গান ‘নাজায়েজ’ : জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান

অনলাইন ডেস্ক

তাহেরীর গান ‘নাজায়েজ’ : জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান

ইসলামী আলোচক গিয়াস উদ্দিন আত-তাহেরী ও মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ (ডানে)

ইসলামকে কটূক্তি করে কথিত ইসলামী আলোচক মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী জাতিকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আলোচক ও মর্জিনা সালাম ইন্টারন্যশনাল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ। আজ শনিবার বাগেরহাট প্রেসক্লাবে এ ধরনের বক্তব্য বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘সম্প্রতি ওয়াজ মাহফিল ও জারি গানের নামে ইসলামকে কটূক্তিসহ সরাসরি কুফুরি বক্তব্য প্রদানের মাধ্যমে জাতিকে ঈমানহারা করার চক্রান্ত চলছে। গজলের সুরে তাহেরী যে সব গান গায় তার বেশিরভাগ ইসলামের দৃষ্টিতে নাজায়েজ। এই ধরনের গান শোনাও পাপ।’

অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে মাওলানা শেখ মহিউদ্দিন এই ধরনের বক্তব্য প্রত্যাহার ও পূর্বের বিতর্কিত বক্তব্যের জন্য তাহেরীকে জাতির কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মাওলানা শেখ মহিউদ্দিন বিল্লাহ, হাফেজ মো. রবিউল ইসলাম ও মো. সাইদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর