৭ মার্চ, ২০২১ ১৭:০১

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ।  দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

রবিবার সকালে প্রথমে উপজেলা পরিষদ মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।

পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল থানা, শ্রীমঙ্গল প্রেস ক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মৎস্যলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল জয় বাংলা সাইকেল র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

সবশেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগদের আয়োজনে দুপুরে শহরের চৌমুহনা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর