ময়মনসিংহের ফুলপুর পৌরসভার প্যানেল মেয়র পদ নিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তোফাজ্জল ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, প্রস্তাবনায় দুইবারের নির্বাচিত ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তোফাজ্জলের নাম প্যানেল মেয়র হিসেবে উল্লেখ থাকলেও ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির উজ্জামান ফ্লুইড দিয়ে তোফাজ্জলের নাম মুছে তার স্থলে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমেদের নাম বসান, যা নিয়মবহির্ভূত। পরে বিষয়টির সমাধান চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগপত্র দেওয়া হয়।
এদিকে, দুইবারের নির্বাচিত ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন জানান, তিনি কাউন্সিলরদের ১২ ভোটের মধ্যে ৮ ভোট পেয়েছেন। ৮ জনই তাকে প্যানেল মেয়র হিসেবে দেখতে চান। এমনকি তোফাজ্জল নিজেও তাকে সমর্থন দিয়েছেন বলে মোশাররফ এ প্রতিনিধিকে জানান। পরে এ বিষয়ে জানতে চাইলে তোফাজ্জল বলেন, এটা এপ্রিলের ৭ তারিখে চূড়ান্ত হবে।
ফ্লুইড দিয়ে নাম মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে পৌরসভার সচিব মো. আব্দুল মোতালেব বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আপনি মেয়রের সাথে কথা বলুন।
এ বিষয়ে মেয়র শশধর সেন বলেন, এগুলো কাউন্সিলরদের বিষয়। এ ব্যাপারে আমি কিছু জানি না।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। এখনো এর কোনো পুট আপ দেওয়া হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই