চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমার বিরোধ মেটাতে এসে উপজেলা ভাইস চেয়ারম্যানের কিল-ঘুষিতে ইস্রাফিল হোসেন (৮০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার দুপুরে দামুড়হুদা থানার কাছে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল হোসেন দামুড়হুদার পীরপুরকুল্লা গ্রামের মৃত জনাব আলী মোল্লার ছেলে। এ ঘটনার পর দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, পীরপুরকুল্লা গ্রামের জমিজমা সংক্রান্ত একটি বিরোধ মিমাংসার জন্য ইস্রাফিল হোসেনসহ গ্রামের কয়েকজন শুক্রবার দামুড়হুদা থানায় আসেন। উভয় পক্ষের আলোচনা শেষেও বিরোধ মিমাংসা না হওয়ায় সকলেই বাড়ি ফিরে যাচ্ছিলেন। এসময় থানার অদূরে উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে ইস্রাফিল হোসেনের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে শহিদুল ইসলাম ইস্রাফিল হোসেনকে কিল-ঘুষি মারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ইস্রাফিল হোসেন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এ ঘটনার পর উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন