লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মোক্তারপাড়া এলাকা থেকে পবিত্র বর্মণ (৪৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পবিত্র বর্মণ খাদ্য ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে তার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।
পবিত্র বর্মণ ওই এলাকার খগেন নাথ রায়ের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার মধ্য রাতে দইখাওয়া বাজার থেকে বাড়ি এসে খাওয়া শেষে ঘুমে পড়েন খাদ্য ব্যবসায়ী পবিত্র বর্মণ। সকালে পুকুর পাড়ে তার ঝুলন্ত লাশ দেখে তারা পুলিশে খবর দেন। বাড়িতে তার স্ত্রী ছিলেন না। ১৪ বছর বয়সী ছেলেসহ তিনি একাই বাড়িতে ছিলেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন