রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ। আজ শনিবার ভোররাতে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলা জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় জয়নাল হালদার সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে এসে দুলাল মোল্লার আড়তে তোলে। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ২৫০ টাকা দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় দিয়ে মাছটি কিনে নেন।
ফেরিঘাটের ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, অনেক দিন পদ্মায় নদীতে বাগাইর মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে আড়তে আসলে জেলে জয়নাল হালদার মাছটি আড়তে নিয়ে আসে। সে মাছটি দুলাল মোল্লার আড়তে তোলে। সেখান থেকে সর্বোচ্চ দরে আমি মাছটি ক্রয় করি। এরপর ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করি।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, মাছটির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হবে। এখন পদ্মা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। এখন বড় বড় মাছ পাওয়া যাবে। কয়েকদিন পর মাছের দামও কমে যাবে।
বিডি প্রতিদিন/আবু জাফর