প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর ছাত্রলীগ। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জীবন-জীবিকাকে প্রাধান্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানায় তারা।
সোমবার বিকেলে একটি আনন্দ মিছিল বাসস্ট্যান্ড ও মহাসড়ক হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ।
সাধারণ সম্পাদক শুভ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জয়দেব কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, আবু তৌহিদ রাজিব, পৌর ছাত্রলীগের সহসভাপতি আহসান হাবিব সজিব, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, ছাত্রলীগ নেতা আল জাহিদ, রাকিব হাসান, আশরাফুল ইসলাম পায়েল, আবু কাদের প্রিয়, রিপন আহমেদ, মিশকাত হোসেন, আশিক আহমেদ, সৌরভ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন