২০ জুন, ২০২১ ১৩:৩৯

ভাঙ্গায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ১৩৯ জন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ১৩৯ জন

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে আশ্রয়ন প্রকল্প ২-এর আওতায় ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন ১৩৯ জন মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই আজ রবিবার বেলা সাড়ে ১১টায় ভাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে গৃহহীনদের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেওয়া হয়। 

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আসলাম মোল্লা। এতে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, '১৩৯ টি ঘরের মধ্যে ১০৯ টি ঘরের প্রত্যেকটি নির্মাণের জন্য বরাদ্দ ছিল ২ লক্ষ ৫ হাজার টাকা। আর ৩০ টি ঘরের প্রত্যেকটির জন্য বরাদ্দ ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। এর আগে প্রথম পর্যায়ে ভাঙ্গায় ভূমি ও গৃহহীন ২৫০ জনের মধ্যে জমিসহ ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।'          

    

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর