নাটোরের লালপুরে দুটি “স” মিলের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামের আলতাবের “স” মিল ও আব্দুর রাজ্জাকের “স” মিল থেকে বৈদ্যুতিক মিটার চুরির এ ঘটনা ঘটে।
এস.এ টেইলার্স ও “স” মিলের স্বত্বাধিকারী আলতাবের ছেলে শাহাদাত হোসেন বলেন, মঙ্গলবার রাত দশটার দিকে মিল বন্ধ করে বাড়িতে যাই। বুধবার সকালে এসে দেখি মিটার চুরি হয়ে গেছে। চোর মিটারের স্থানে একটি ফোন নম্বর লিখে রেখে যায়। সেই ফোন নাম্বারে যোগাযোগ করলে বলে মিটার দেব টাকা দিতে হবে। পরে নাম্বারটি বন্ধ করে রেখেছে। একই সময় পাশে আব্দুর রাজ্জাকের “স” মিলেও একই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন