বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ২৭ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মতিউর রহমান মতি। বাজেটে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ২ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকা এবং সম্ভাব্য ব্যয় ২ কোটি ৯৫ লাখ ২২ হাজার টাকা। উন্নয়ন খাতে টাকা সম্ভাব্য আয় ২৪ কোটি ৮২ লাখ এবং সমপরিমান ব্যয় ধরে আগামী ২০২১-২০২২ অর্থ বছরের জন্য সর্বমোট ২৭ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া। পৌর কাউন্সিলর মাহমুদুল হাসান মুনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সারিয়াকান্দি বনিক সমবায় সমিতির সভাপতি জহুরুল ইসলাম বাদশা।
বিডি প্রতিদিন/আল আমীন