বগুড়ার আদমদীঘির সান্তাহার রেল স্টেশন ঘুরে শতাধিক ক্ষুধার্তদের হাতে খাবার তুলে দিল নওগাঁ ব্লাড সার্কেলের সদস্যরা। গতকাল শুক্রবার (২৫ জুন) রাত ১১টার দিকে ব্লাড সার্কেলের সদস্যরা জংশন স্টেশনের প্লাটফর্ম, ওভারব্রিজ, বটতলী চত্বর ঘুরে ক্ষুধার্ত ছিন্নমূল ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। আর এসব খাবার হাতে পেয়ে ওই সব ছিন্নমূল মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে পরেন।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ বাড সার্কেলের সভাপতি আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ আলম, সহ-সভাপতি রাফি রেজওয়ান, নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, দপ্তর সম্পাদক মোতাসিন বিল্লাহ রিফাত, প্রচার সম্পাদক শাহ নেওয়াজ রক্সি, কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ রবিউল সরদার, দ্বীপ সাহা, আব্দুর রহিম, আবু বক্কর, মুহাম্মাদ নয়ন, আদিব আলভী রব্বানী, মুহাম্মাদ নয়ন,পরশ, ব্যবসায়ী আজিজুল হক রাজা ও সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আবু সাঈদ সাগর প্রমূখ।
নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি আবু ইউসুফ বলেন, আমরা রক্ত দিয়ে মানুষকে সহযোগিতার পাশাপাশি নানা ধরনের সামাজিক কার্যক্রম করতে চাই। এমন উদ্যোগের অংশ হিসেবে খাবার বিতরণ প্রোগ্রামটি হাতে নেয়া হয়। রাতে স্টেশন ঘুরে ঘুমিয়ে পরা ছিন্নমূল মানুষদের ডেকে যখন শুনলাম তারা অনেকেই না খেয়ে ঘুমিয়েছে তখন এসব ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে খুব ভালো লাগছিলো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত