গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর পৌরসভার কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক আলাউদ্দিন (৪৭) ঐ এলাকার রুসমত আলীর ছেলে। তার মুদি দোকানের ব্যবসা ছিল।
স্বজনরা জানান, তার বাড়িতে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেওয়ার একটি বৈদ্যুতিক তার ঝুলে ছিল। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ লেগে সে বৈদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আলহেরা মেডিকেল হাসপাতালে নেওয়ার জন্য রওনা দিলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন