শিরোনাম
২২ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০৭

রাজবাড়ীতে মিল্ক ক্রিম সেপারেট মেশিন বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে মিল্ক ক্রিম সেপারেট মেশিন বিতরণ

রাজবাড়ীতে আজ বুধবার দুপুরে মিল্ক ক্রিম সেপারেট মেশিন বিতরণ করা হয়েছে। এসময় রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল মিলনায়তে ‘প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন' প্রকল্পের সহযোগিতায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৭ জন দুধ উৎপাদন খামারির মধ্যে বিনামূল্যে মেশিনগুলো বিতরণ করা হয়। 

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলুল হক সরদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন গাজীসহ জেলার অর্ধশত খামারি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহম্মেদ। তিনি বলেন, মেশিনগুলোর ব্যবহারের মাধ্যমে খামারিরা তরল দুধ বাজারজাতকরণের পাশাপাশি দুগ্ধজাত বিভিন্ন উপকরণ যেমন ঘি, পানির ছানাসহ বিভিন্ন পণ্য উৎপাদন করতে পারবেন।

বিডি প্রতিদিন / অন্তরা কবির  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর