২২ অক্টোবর, ২০২১ ১৩:০৩

অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

অবৈধভাবে বালু উত্তোলন করায় তিনজনকে জরিমানা

ময়মনসিংহের তারাকান্দার রাংসা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করার অপরাধে তিন ড্রেজার মালিককে বৃহস্পতিবার দুপুর ১২টায় জনপ্রতি ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই অর্থদণ্ড করা হয়। 

জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে বালিখা গ্রামের ড্রেজার মালিক বালু ব্যবসায়ী ফয়জুল হক, গোয়াতলা গ্রামের বিল্লাল হোসেন ও ধলিরকান্দা গ্রামের উজ্জ্বল রাংসা নদী থেকে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে ব্যবসা করে আসছিলেন। তাদেরকে বার বার সতর্ক করার পরও কর্ণপাত না করায় ভ্রাম্যমাণ আদালত এ অর্থদণ্ড করেন। 

এসময় তারাকান্দা থানার এসআই আবুল কালাম আজাদ, এএসআই মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত 'বাংলাদেশ প্রতিদিনকে' বলেন, নদী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর