নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। আজ সাড়ে ১০টার দিকে নাগরিয়াকান্দি এলাকার কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নবী মিয়া (৪০) কামারগাঁও এলাকার আলমাস মিয়ার ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, পারিবারিক ও জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে নিহত নবী মিয়ার সাথে তার বড় ভাই আলী হোসেনের মনোমালিন্য চলে আসছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তির ভাগাভাগি হয়। এরই জের ধরে আজ সকাল ১০টার দিকে বাড়ির সীমানা দেয়াল নিয়ে কেন্দ্র করে তাদের দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর একপযার্য়ে দুই ভাই ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় নিহতের বড় ভাই আলী হোসেন উত্তেজিত হয়ে তার ছোট ভাই নবী মিয়াকে পেটে ছুরিকাঘাত করে। পরে বাড়ির আশেপাশের লোকজন নবী মিয়াকে আহতবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসিমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরো জানায়, জুট মিলে চাকরি করতেন নবী মিয়া। চাকরি চলে যাওয়ার পর পেনশনের টাকা হাতিয়ে নেওয়ার জন্য তার ওপর চাপ প্রয়োগ করেছেল বড় ভাই। তখনো তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা উপর মারধর চালায় নিহত নবীর বড় ভাই আলী হোসেন।
শহর পুলিশ ফাঁড়ির এস আই শফিকুল আলম, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এর বাহিরে কোন বিষয় রয়েছে কিনা, তা জনতে তদন্ত শুরু করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম