বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বাগেরহাট জেলা কমিটির দশম সম্মেলনে অ্যাডভোকেট তুষার কান্তি বসু সভাপতি ও ফররুখ হাসান জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বাগেরহাট এসি. লাহা মিলনায়তনে পার্টির কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নির্বাচিত করা হয়।
বাগেরহাট জেলা সিপিবি সম্মেলনের কাউন্সিলে নেতৃত্ব নির্বাচন অধিবেশনে সভাপতিত্ব করেন কমরেড মো. নূর আলম শেখ। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস ও এস এ রশিদ।
বাগেরহাট জেলা সিপিবি নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন-কাজী সোহরাব হোসেন, মৃন্ময় মণ্ডল, মো. নূর আলম শেখ, খান সেকেন্দার আলী, অসীম কুমার মল্লিক, কাজী মনিরুজ্জামান, অবনী হালদার, আব্দুর রশিদ ও বেলাল হোসাইন বিদ্যা।
বিডি প্রতিদিন/এমআই